চকরিয়া থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় দুইজন ও পুরাতন মামলায় দুইজন পলাতক আসামী গ্রেফতার চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে জনাব অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল  মামলার আসামী গ্রেফতারের বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তার-ই প্রেক্ষিতে অদ্য ২৪/০৫/২০২৫ খ্রিঃ: জনাব মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, চকরিয়া  থানা মহোদয়ের এর তত্ত্বাবধানে, এসআই/নিঃ ফরহাদ রাব্বি ইষান, এএসআই/নিঃ  আনোয়ার হোসেন, এএসআই/নিঃ পারভেজ মাহামুদ  সঙ্গীয় ফোর্স সহ চকরিয়া থানার  এফআইআর নং-৫৫, তারিখ- ২৪ মে, ২০২৫; জি আর নং-২৫৯, তারিখ- ২৪ মে, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী-১। আব্দু শুক্কুর (৪৮), পিতা-মৃত সোলেমান,মাতা-নামিয়া খাতুন, সাং-সিকদার পাড়া, গোবিন্দপুর ৯নং ওয়ার্ড, ২। নুরুল আমিন (৩৫), পিতা-মৃত আমির হোসেন, মাতা-হাফেজা খাতুন, সাং-সর্দারপাড়া, গোবিন্দপুর ৯নং ওয়ার্ড, ইউপি-বরইতলী,থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, চকরিয়া থানার এফআইআর নং-১৫, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫৬, ধারা--15 (3) The Special Powers Act, 1974 এর আসামী-৩। নুর মোহাম্মদ (৬০), পিতা-মৃত সোলতান আহম্মদ, মাতা-মৃত ফিরোজা বেগম, সাং-হাজিয়ান, ০১নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, চকরিয়া থানার ,এফআইআর নং-৫১, তারিখ- ২২ মে, ২০২৫; জি আর নং-২৫৫, ধারা- 114/143/447/323/325/307/354/379/506/34 The Penal Code, 1860 এর আসামী-৪। আবদুল মোনাফ (৫৭), পিতা-মৃত গোলাম কাদের , সাং- আনিছ পাড়া, ৬নং ওয়ার্ড, ইউনিয়ন- পূর্ব বড় ভেওলা, থানা- চকরিয়া, জেলা –কক্সবাজারদের গ্রেফতার করা হয়।পরবর্তীতে উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

মাটি ও মানুষের জন্য প্রতি মুহূর্তে দেশকে জানাতে এম টিভি আছে আপনার পাশে।

দেশ মাটি ও মানুষের কথা বলে এম টিভি, প্রিয় দর্শক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানের জন্য যোগাযোগ করুণ