নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর অভিযানের পর স্বল্প বিরতিতেই আবারো মাঠে নেমেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তবে এবারের প্রস্তুতি ব্যাট-বলের নয়, একেবারেই ফিটনেসকেন্দ্রিক। কক্সবাজারের নৈসর্গিক পরিবেশে পাহাড় আর সমুদ্রের উত্তাপে নিজেদের শারীরিক সক্ষমতা আরও শাণিত করছেন নিগার সুলতানারা। গেল ৮ মে কক্সবাজারে পৌঁছায় নারী দলের ১৫ সদস্যের একটি বহর। পরদিন, ৯ মে থেকে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেসভিত্তিক এই ক্যাম্পে ব্যাট কিংবা বলের অনুশীলন নেই। তাই স্বাভাবিকভাবেই দলের কোচরা রয়েছেন বাইরে। সঙ্গে আছেন ট্রেনার ও ফিজিও। পুরো ক্যাম্প চলবে ১৮ মে পর্যন্ত, পরদিন অর্থাৎ ১৯ মে ঢাকায় ফেরার কথা রয়েছে দলের।
Mtv channel
0
একটি মন্তব্য পোস্ট করুন