সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, রাখাইনের বেশির ভাগ এলাকা বেশ কয়েক মাস ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও মংডু টাউনশিপের কিছু অংশের নিয়ন্ত্রণ ছিল সরকারি বাহিনীর হাতে। সর্বশেষ সেটিও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। তবে এরপর মংডু টাউনশিপে সে দেশের সরকার কারফিউ জারি করেছে। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির সভাপতি মোহাম্মদ জোবায়ের প্রথম আলোকে বলেন, রাখাইনে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে থাকা তাঁদের স্বজনেরা মুঠোফোনে জানিয়েছেন, তাঁরা ঘর থেকে বের হতে পারছেন না। জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে বিজিবির সদস্যরা কাজ করে যাচ্ছেন। সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
Mtv channel
0
একটি মন্তব্য পোস্ট করুন