কনটেন্ট তৈরি ও আয় করার সুযোগ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিলো মেটা। এবার থেকে ফেসবুকে আপলোড হওয়া সব ভিডিওই ‘রিলস’ ফরম্যাটে প্রদর্শিত হবে। অর্থাৎ, এখন থেকে ফেসবুকে ভিডিও পোস্ট মানেই তা রিলস হিসেবেই দেখা যাবে। ১৭ জুন এক বিবৃতিতে মেটা জানিয়েছে, নতুন এই ফিচারের আওতায় ফেসবুকে আপলোডকৃত সব ভিডিও রিলস হিসেবে সহজেই শেয়ার ও দেখা যাবে। এরই অংশ হিসেবে ‘ভিডিও ট্যাব’-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘রিলস ট্যাব’। মেটা জানায়, নতুন এই আপডেট ধাপে ধাপে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজে যুক্ত হবে এবং কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী চালু করা হবে। এই পরিবর্তনের ফলে আগের মতো রিলসে সময়সীমার বাধা (যেমন ৯০ সেকেন্ড) থাকছে না। ফলে ব্যবহারকারীরা যেকোনো দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন রিলস হিসেবেই। যারা ইতোমধ্যে ফেসবুকে ভিডিও ক্যাটাগরিতে কনটেন্ট আপলোড করেছেন, তাদের জন্যও আশ্বস্ত করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানায়, আগের ভিডিওগুলো যেমন ছিল তেমনই থাকবে এবং রিলস ট্যাবে গিয়ে সেগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে। এই সিদ্ধান্তে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন দরজা খুলবে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যারা ফেসবুককে আয়ের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন।
Mtv channel
0
একটি মন্তব্য পোস্ট করুন