মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ অভিনেতা মারা গেছেন স্পাইডার ম্যান অভিনেতা জ্যাক বেটস মার্কিন এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি স্পাইডার ম্যান সিনেমায় পিটার পার্কার বা স্পাইডার ম্যান এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র হেনরি বলকান সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস জ্যাকের মৃত্যুতে আফসোস করছেন অনেকে কারণ আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান

Post a Comment

নবীনতর পূর্বতন

মাটি ও মানুষের জন্য প্রতি মুহূর্তে দেশকে জানাতে এম টিভি আছে আপনার পাশে।

দেশ মাটি ও মানুষের কথা বলে এম টিভি, প্রিয় দর্শক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানের জন্য যোগাযোগ করুণ