১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে "ব্রা" খুলে বলেন, এটা নিলাম করতে চাইছি,,,বলুন কতো টাকা দেবেন, উপস্থিত জনগণ ব্রা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে। নিলামে ৩০০০ ডলার পর্যন্ত দাম ওঠে, গায়িকা অট্টহাসিতে ফেটে পড়েন, তিনি বলেন, তোমরা অত্যন্ত বোকা মানুষ, যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না, এটা জেনেও আমার ব্রা কেনার জন্য ৩০০০ ডলার খরচ করতে চাইছো। অথচ, কোনো দরিদ্র অভুক্ত মানুষ সামান্য খাদ্য চাইলে,,তাকে এক ডলার ও দিতে চাইবে না। তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত এটাই আমাদের সমাজের বাস্তবতা। ধর্মের কাজে ডোনেশন চাইলে ওরা অভাবে থাকে। সামাজিক কাজে ডোনেশন চাইলে ওরা দেনায় থাকে।কিন্তু যখনই নাচ গানের আয়োজন হয়,ওরাই থাকে প্রথম সারিতে। তখন ডোনেশনের অভাব হয়না । হ্যা এটাই বর্তমান মানুষের মন মানসিকতা । আমরা মানুষ হিসেবে আসলেই লজ্জিত।

Post a Comment

নবীনতর পূর্বতন

মাটি ও মানুষের জন্য প্রতি মুহূর্তে দেশকে জানাতে এম টিভি আছে আপনার পাশে।

দেশ মাটি ও মানুষের কথা বলে এম টিভি, প্রিয় দর্শক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানের জন্য যোগাযোগ করুণ