ঈদ মানেই খুশির মুহূর্ত, ঈদ মানেই প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নেওয়া। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা আসে নতুন আশা, ভালোবাসা, এই শুভ দিনে বন্ধু, পরিবার, প্রিয় মানুষ বা প্রবাসে থাকা আত্মীয়কে একটি সুন্দর ঈদ মোবারক এ-ই দিন। ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা আর আত্মার পরিশুদ্ধির এক মহান উৎসব। এই দিন কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করা হয় এবং সেইসাথে ভাগাভাগি করা হয় আনন্দ, খাদ্য ও ভালোবাসা। আপনার জন্য রইলো ঈদুল আজহা উপলক্ষে কিছু eid ul adha mubarak wishes

Post a Comment

নবীনতর পূর্বতন

মাটি ও মানুষের জন্য প্রতি মুহূর্তে দেশকে জানাতে এম টিভি আছে আপনার পাশে।

দেশ মাটি ও মানুষের কথা বলে এম টিভি, প্রিয় দর্শক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানের জন্য যোগাযোগ করুণ