উখিয়ায় তিন বছরেও পাওনা টাকা পরিশোধ করেন নি- মাদু নামের এ-ই রোহিঙ্গা। উখিয়ার রিপু বড়ুয়া দোকান থেকে খাদ্যের বস্তা নিয়ে ছিলেন মাদু নামের এই রোহিঙ্গা, দোকান থেকে বাকি করার পরে, উক্ত দোকানদারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন নি- মাদু, এভাবে তিন বছর চলে যায়, তিন বছর পরে গিয়ে মাদুর কাজ থেকে টাকা চাইলে উল্টো হুমকি দিচ্ছেন রিপু বড়ুয়াকে, এ-ই রোহিঙ্গা যুবক মাদু, বিস্তারিত ভাবে ভিডিওতে দেখুন।

Post a Comment

নবীনতর পূর্বতন

মাটি ও মানুষের জন্য প্রতি মুহূর্তে দেশকে জানাতে এম টিভি আছে আপনার পাশে।

দেশ মাটি ও মানুষের কথা বলে এম টিভি, প্রিয় দর্শক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানের জন্য যোগাযোগ করুণ