বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার উপকূলে সাগর উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। বিশাল ঢেউ সৈকতের ঝাউবাগান ও জিওব্যাগে আছড়ে পড়ছে। এতে সাগরপাড়ের নানা ধরনের পর্যটন ব্যবসা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা গেছে, বিশাল ঢেউ উপকূলে বারবার আঘাত করছে। কিছু ঢেউ জিওব্যাগ পেরিয়ে ঝাউবাগানে আছড়ে পড়ছে। জিওব্যাগের উপর বসে থাকা পর্যটকেরাও ঢেউয়ের কবলে পড়ছে। ঢেউয়ের তাণ্ডবে উপকূলে জেড স্কী ও পর্যটকদের বসার কিটকট (ছাতা) সরিয়ে রাখা হয়েছে। বিচ বাইক, ফটোগ্রাফার এবং অন্য ব্যবসায়ীরাও কর্মহীন হয়ে পড়েছে। ঢাকা থেকে আসা পর্যটক রশিদ আহমেদ বলেন, “সাগর এত উত্তাল আগে দেখিনি। গোসলের চেষ্টা করেছিলাম কিন্তু সাহস হয়নি। ভয় লাগছে ঢেউ তুলে নিয়ে যাবে।” লাইফ গার্ড কর্মী মো. শুক্কুর বলেন, “জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাই নিরাপত্তার জন্য কাউকে সাগরে নামতে দেয়া হচ্ছে না।” ব্যবসায়ী রানা বলেন, “সৈকতের লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত কয়েক শত কিটকট তুলে রেখেছি। এখন ব্যবসা নেই, শুধু অপেক্ষা করছি আবহাওয়া ভালো হওয়ার।” দুপুর ১১টার পর হঠাৎ ঝোড়ো বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। অনেক পর্যটক দিগ্বিদিক ছুটোছুটি করে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। বাতাসে উড়ে যায় ময়লা ও ছাতা। চারপাশে মেঘাচ্ছন্ন পরিবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) ও আগামীকাল শুক্রবার (৩০ মে) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
Mtv channel
0
একটি মন্তব্য পোস্ট করুন