গভীর নিম্নচাপ ও গভীর সঞ্চালনশীল মেঘমালার কারনে টানা ভারী বর্ষন ও ঝড়ো হাওয়ায় কক্সবাজারের ৯ উপজেলায় ৩৬ ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। বুধবার বিকেলের পর থেকেই একেক করে উপজেলাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এসব এলাকায় এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ বিদ্যুৎ চালুর কথা জানানো হয়েছে। এখনো বিদ্যুৎহীন ৮০ শতাংশ এলাকা। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলম জানান, ভারী বর্ষনের কারণে এই বিভ্রাট। তবে বৃষ্টি কমে গেলে সব উপজেলায় পুনরায় বিদ্যুৎ চলে আসবে। মকবুল আলম বলেন, “যদি এই ভারী বর্ষন অব্যাহত থাকে তাহলে আবারো বিদ্যুৎবিহীন কাটাতে হবে।” “আমাদের একাধিক টিম কাজ করছে বিভ্রাট দূর করতে” -বলেন মকবুল। এদিকে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি টিটিএনকে জানান, ঝড় বৃষ্টিতে কোন কিছুই ভালো নেই তবে বৃষ্টি কমাই কক্সবাজার সদরে সকল ফিডার চালু হয়েছে। তবে কিছু কিছু অভিযোগ আছে, যা কাটিয়ে উঠতে কাজ করছে তারা। টানা ভারী বর্ষনে গেলো ২৪ ঘন্টায় কক্সবাজার ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেইসাথে আরো দুই দিন বৃষ্টি ঝরবে বলে আভাস

Post a Comment

নবীনতর পূর্বতন

মাটি ও মানুষের জন্য প্রতি মুহূর্তে দেশকে জানাতে এম টিভি আছে আপনার পাশে।

দেশ মাটি ও মানুষের কথা বলে এম টিভি, প্রিয় দর্শক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানের জন্য যোগাযোগ করুণ