ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হল, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন জোয়ারা খানখানাবাদ গ্রামের,সন্তান অভিনন্দন প্রিয়ন্তী বড়ুয়া Mtv channel জুলাই ১৫, ২০২৫
উখিয়ায় তিন বছরেও পাওনা টাকা পরিশোধ করেন নি- মাদু নামের এ-ই রোহিঙ্গা। উখিয়ার রিপু বড়ুয়া দোকান থেকে খাদ্যের বস্তা নিয়ে ছিলেন মাদু নামের এই রোহিঙ্গা, দোকান থেকে বাকি করার পরে, উক্ত দোকানদারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন নি- মাদু, এভাবে তিন বছর চলে যায়, তিন বছর পরে গিয়ে মাদুর কাজ থেকে টাকা চাইলে উল্টো হুমকি দিচ্ছেন রিপু বড়ুয়াকে, এ-ই রোহিঙ্গা যুবক মাদু, বিস্তারিত ভাবে ভিডিওতে দেখুন। Mtv channel জুলাই ১৫, ২০২৫
কক্সবাজারের উখিয়ায় শাড়ি বদলাতে গিয়ে এক নারী দোকানদার ও তার সহযোগীদের হাতে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের পর থেকেই স্থানীয় দোকান মালিক সমিতি ও প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে মামলাটি তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক জানিয়েছেন, ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ ক্লাসপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাশেম ওরফে লুলু (৬৩) এবং তার ছেলে আব্দুল হক (৪০)। তারা কোটবাজার স্টেশনের চৌধুরী মার্কেটের ‘জাহানারা বস্ত্র বিতান’-এর মালিক ও কর্মচারী। ভুক্তভোগী নারী অভিযোগ করেন, গত ৮ জুলাই তিনি ওই দোকান থেকে দুটি শাড়িসহ কিছু কাপড় কেনেন। পরদিন সন্ধ্যায় একটি শাড়ি অপছন্দ হওয়ায় পরিবর্তন করতে গেলে দোকানে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানদার ও তার ছেলে তাকে মারধর শুরু করে। নারীর ভাষ্য, ‘আমি শাড়িটি বদলাতে অনুরোধ করি। তখন দোকানদার আব্দুল হক আমাকে গালাগাল করে এবং এক পর্যায়ে বুকে সজোরে লাথি মারে। আমি মাটিতে পড়ে গেলে হাশেম আমার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। আমার মেয়ে ও ছোট জা এগিয়ে এলে তাদেরও গালিগালাজ করে। পরে আব্দুল হক আমার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে একপ্রকার বিবস্ত্র অবস্থায় দোকান থেকে বের করে দেয়।’ স্থানীয়দের সহায়তায় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে প্রভাবশালীরা চাপ প্রয়োগ করছে এবং গণমাধ্যমে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। শনিবার কোটবাজার দোকান মালিক সমিতির ব্যানারে একটি কথিত সংবাদ সম্মেলন করে উল্টো মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেন তারা। তদন্ত কর্মকর্তা এসআই খালেক জানান, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি। মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ Mtv channel জুলাই ১৩, ২০২৫
কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে দোকানদার কর্তৃক বড়ুয়া সম্প্রদায়ের এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ক্রয় করা ‘শাড়ী পাল্টে না দেওয়ার’ বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার রাতে ভূক্তভোগী নারী বাদী হয়ে দুইজনকে আসামী করে দায়ের মামলাটি থানায় নথিভূক্ত করা হয়েছে। মামলার আসামীরা হল, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক রুমখাঁ ক্লাসপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেম ওরফে লুলুর ছেলে আব্দুল হক (৪০) এবং মৃত মোহাম্মদ নুর নবীর ছেলে মোহাম্মদ হাসেম ওরফে লুলু (৬৩)। আসামিরা কোটবাজার স্টেশনের চৌধুরী মার্কেটের জাহানারা বস্ত্র বিতানের স্বত্তাধিকারী। ভূক্তভোগী নারী দীপু বডুয়া (৪৯) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রত্না এলাকার অনন্ত বড়ুয়ার স্ত্রী। মামলা নথির বরাতে তদন্তকারি কর্মকর্তা আব্দুল খালেক বলেন, গত ৮ জুলাই বিকালে কোটবাজার স্টেশনের চৌধুরী মার্কেটস্থ জাহানারা বস্ত্র বিতান থেকে দীপু বড়ুয়া ২ টি শাড়িসহ আরও কিছু কাপড় চোপড় ক্রয় করেন। তিনি ক্রয় করা একটি শাড়ী অপছন্দ হওয়ায় পরদিন সন্ধ্যায় দোকানটিতে আরেকটি শাড়ী পাল্টিয়ে আনতে যান। “এনিয়ে দোকানের লোকজনের সাথে ওই নারীর তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই নারীকে দোকানের মালিকরা মিলে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর ভূক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। “ মামলার তদন্তকারি কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ ঘটনার ব্যাপারে খোঁজ খবর সত্যতা পাওয়ায় মামলাটি নথিভূক্ত করেছে। ভূক্তভোগী নারী দীপু বড়ুয়া অভিযোগ করে বলেন, ক্রয় করা একটি শাড়ী অপছন্দ হওয়ায় পাল্টিয়ে আরেকটি দেওয়ার জন্য তিনি দোকানদারকে অনুরোধ করেন। কিন্তু দোকান শাড়ী পাল্টে না দিয়ে তর্ক-বিতর্ক শুরু করেন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজনও শাড়িটি পাল্টে দেওয়ার কথা জানায়। এতে দোকানদার উল্টো ক্ষেপে গিয়ে তাকে অশ্রাব্য গালাগাল করতে থাকে। “এসময় প্রতিবাদ করলে দোকানদার আব্দুল হক ক্ষিপ্ত হয়ে আমার বুকে সজোরে লাথি মারেন। এতে লুটিয়ে মাটিতে পড়ে গেলে দোকানদার মোহাম্মদ হাশেম হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। ঘটনাস্থলে উপস্থিত আমার মেয়ে ও ছোট জা ( দেবরের স্ত্রী ) উদ্ধারের চেষ্টা চালালে তাদেরও অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আব্দুল হক চুলের মুঠি ধরে আমাকে টানা হেঁচড়া করে এক প্রকার বিবস্ত্র অবস্থায় দোকান থেকে বের করে দেয়। মামলার বাদী এ নারী বলেন, ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় আঘাতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে মামলা দায়ের হওয়ার পর থেকে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাবশালী লোকজন কর্তৃক চাপ প্রয়োগ এবং স্থানীয় দোকান মালিক সমিতিকে ব্যবহার করে ভূক্তভোগীদের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন, ভূক্তভোগী নারীর দেবর অজিত বড়ুয়া। তিনি বলেন, মামলা তুলে নিতে কয়েকজন প্রভাবশালী লোক তাদের উপর নানাভাবে চাপ অব্যাহত রেখেছে। শনিবার রাতে কোটবাজারস্থ দোকান মালিক সমিতি কথিত সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা প্রচারণা চালাচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল খালেক জানান, মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। Mtv channel জুলাই ১২, ২০২৫
হটাৎ করে এমন এক চিত্র উঠে আসে, কোন এক বৌদ্ধ বিহারের মুসলিম মেয়ে বুদ্ধের সামনে উপাসনা করতে। Mtv channel জুলাই ০৩, ২০২৫
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট মোঃ রুহুল কুদ্দুস কাজল মেয়েটির ছবি পোস্ট করে জানিয়েছেন গতকাল ২৬ জুন HSC প্রথম দিনের মিস হওয়া পরীক্ষাটি দিতে পারবেন। তাই মেয়েটি যেন পরবর্তি পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করে তিনি বলেন আশা করি শিক্ষা বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর তার পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। কাজল বলেন সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি না করে সুপ্রিম কোর্টের দরজা মেয়েটির জন্য উন্মুক্ত রয়েছে বাকি পরীক্ষাগুলো শেষে তিনি হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করতে পারবেন ব্যারিস্টার কাজল জানান অতীতে এমনই এক মামলায় মতিঝিলের একটি কলেজের ১৩২ জন ছাত্রী পরীক্ষার মাত্র দুই দিন আগে সুপ্রিম কোর্টের আদেশে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল সেই মামলাটিও তিনি নিজেই পরিচালনা করেছিলেন। এছাড়া এমন অসংখ্য রায় ও আদেশ সর্বোচ্চ আদালতের রয়েছে বলেও জানান ব্যারিস্টার কাজল তিনি আরও জানান, মেয়েটি বা তার পরিবার চাইলে তাঁর চেম্বার থেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেওয়া হবে Mtv channel জুন ২৭, ২০২৫
কুপস্তাব দিয়ে ৯৮ টাকা খেয়ে নিলেন রাঙ্গুনিয়ার মেয়ে উর্মি বড়ুয়া। সূত্রে জানা গেলো চট্টগ্রাম গার্মেন্টস সেক্টরে কাজ করেন, উর্মি বড়ুয়া। Mtv channel জুন ২৫, ২০২৫
মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ অভিনেতা মারা গেছেন স্পাইডার ম্যান অভিনেতা জ্যাক বেটস মার্কিন এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি স্পাইডার ম্যান সিনেমায় পিটার পার্কার বা স্পাইডার ম্যান এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র হেনরি বলকান সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস জ্যাকের মৃত্যুতে আফসোস করছেন অনেকে কারণ আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান Mtv channel জুন ২২, ২০২৫
Mtv Channel - নিয়োগ বিজ্ঞপ্তি আমরা নিয়োগ দিচ্ছি যোগ দিন আমাদের সংবাদ টিমে 🎯 খালি পদসমূহ: রিপোর্টার (পুরুষ/মহিলা) নিউজ উপস্থাপক (পুরুষ/মহিলা) ক্যামেরাপার্সন 📋 যোগ্যতা: ন্যূনতম এইচএসসি / স্নাতক (উপস্থাপক পদের জন্য স্নাতক অগ্রাধিকারযোগ্য) গণমাধ্যম বা সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বাংলা ভাষায় সাবলীলতা ও দক্ষতা সংবাদ ও বর্তমান ঘটনার প্রতি আগ্রহ থাকতে হবে 📍 কর্মস্থল: উখিয়া, কক্সবাজার (প্রয়োজনে পরিবর্তনযোগ্য) ⏳ আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৫ 📩 আবেদনের ঠিকানা: আপনার সিভি পাঠান এই ঠিকানায়: 📧 Mtvchannel323@gmail.com 📌 অতিরিক্ত তথ্য (ঐচ্ছিক): নতুনরাও আবেদন করতে পারবেন (জুনিয়র পদে) নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। Mtv channel জুন ২১, ২০২৫
দেশে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে তবে, বিষয়টি পরিষ্কার করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। শুক্রবার (২০ জুন) গণমাধ্যমে তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে আমরা ইতোমধ্যে নির্দেশনা জারি করেছি। সে অনুযায়ী বিদ্যালয়গুলো প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করব, তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন, ড. খান মইনুদ্দিন আরও বলেন, বর্তমান পরিস্থিতেতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই, আগামী রোববার (২২ জুন) থেকেই বিদ্যালয় খুলছে। করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো এদিকে, করোনা Covid গত ১৫ জুন একটি নির্দেশনা জারি করে মাউশি। এতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং করোনা প্রতিরোধে পাঁচটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করতে হবে, এই ক্যাম্পেইনের আওতায় আলোচনা সভা, র্যালি, দেয়াল পত্রিকা, পোস্টার তৈরি, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। Mtv channel জুন ২১, ২০২৫